স্কিলস কোর্সসমূহ
Professional Sports Live Stream
Professional Sound System Setting and Balancing
image background
বেছে নিন একটি কোর্স যেটি বদলে দিবে আপনার জীবন
আমরা অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে সাজিয়েছি প্রতিটি কোর্সে যা গ্রহনের মাধ্যমে আপনি হয়ে উঠবেন আরো দক্ষ, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী ।
তথ্য-প্রযুক্তির যুগে আপনাকে একজন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরা দেশকে এগিযে নিতে চাই।
দক্ষতাই শক্তি
লার্নিং এন্ড পারফরমিং এর বিষয় মাথায় রেখে একাডেমি অব ল্যাপ এর যাত্রা। দেশকে একটি আত্বনির্ভরশীল ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একাডেমি অব ল্যাপ। সারা দেশব্যাপি সহজে শিক্ষা পৌছে দেবার লক্ষ্যে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে আমরা বেছে নিয়েছি। নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, আত্বসামজিক উন্নয়নের তথা একটি সুখি সমৃদ্ধি দেশ গড়ার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য।
ছোট থেকেই প্রযুক্তি আর সাহিত্যতে বেশ আগ্রহী ছিলেন জাকারবার্গ। আর্ডসেলি হাই স্কুলে গ্রিক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন তিনি। পাশাপাশি বিজ্ঞান এবং ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। অসি ক্রীড়া তারকাও ছিলেন মার্ক। কলেজে পড়াকালে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন। পরে ক্লাসিক সাহিত্যে বিশেষ ডিপ্লোমাও অর্জন করেছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি মার্ক। বরাবরই ঝোঁক ছিল কম্পিউটারের প্রতি। সেই ঝোঁক থেকেই বিশ্বের অন্যতম নামকরা প্রতিষ্ঠান হার্ভার্ডে ভর্তি হন কম্পিউটার সায়েন্সে। সেখানেও তিনি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে একজন ভালো ছাত্র হিসেবে নয়, একজন প্রোগ্রামার হিসেবে। তার কাছে যে কোনো সফটওয়্যার তৈরি ছিল যেন বাঁ হাতের খেলা। প্রোগ্রামিংয়ে তার আগ্রহ ছিল স্কুলজীবন থেকেই। মার্কের বয়স যখন প্রায় ১২ বছর, তখন তিনি অ্যাটারি বেসিক ব্যবহার করে মেসেজিং প্রোগ্রাম তৈরি করেছিলেন। মার্ক যার নাম দিয়েছিলেন ‘জুকনেট’। যা দিয়ে পরিবারের সঙ্গে ভাব বিনিময়ের জন্যেও ব্যবহার করতেন। মার্কের কম্পিউটারের প্রতি আগ্রহ দেখে তার বাবা-মা একজন ব্যক্তিগত কম্পিউটার শিক্ষক রাখেন। ডেভিড নিউমা নামের সেই শিক্ষক বাড়িতে এসে সপ্তাহে এক দিন মার্ককে কম্পিউটার শেখাতেন। মার্ক তার উচ্চমাধ্যমিক স্কুলে থাকতে একটি এমপি থ্রি মিডিয়া প্লেয়ারও তৈরি করেছিলেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'নারীদের উদ্যোক্তায় পরিণত করে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা সমাজের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং প্রতিটি সরকারেরই লক্ষ্য হওয়া উচিত মানুষকে উদ্যোক্তায় পরিণত করা, চাকরিতে নয়।'
কেন আমাদের কোর্স বেছে নিবেন ?
প্রতিটি কোর্সেকে আমরা উপভোগ্য ভাবে উপস্থাপন করেছি, যাতে করে এটি অতি সহজে যে কেউ ধারণ করতে পারে। নির্ধারিত বিষয় নিয়ে সকল ধরনের তথ্য উপাত্ত সহ উদাহর দেয়া আছে । প্রতিটি কোর্সেকে ছোট ছোট ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে যাতে করে অল্প সময়ে সকলের কাছে বোধগম্য হয়ে উঠে ।
প্রতিটি কোর্সের সাথে সম্পকিত লেখা , ছবি, অডিও- ভিডিও , ফিক্স , এনিমেশন দিয়ে সাজানো হয়েছে । যা শিক্ষাদানকে সহজবোধ্য, য়ী ও আকর্ষণীয় করে তুলবে। সঠিক উপকরণ বহারে মূল উদ্দেশ্য হলো প্রতিটি বিষয়কে সরল ও সাবলীল ভাবে পস্থাপন করা ।
প্রতিদিন বদলে যাচ্ছে চাকরির বাজার ও ধরন। নতুন সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে। শিখতে হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আধুনিক বিশ্বায়নের কথা বিবেচনা করে সময় উপযোগী দক্ষ এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

Take the first step toward your new career or hobby.
Teach what you love. Masterstudy gives you the tools to create a course.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.